
গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা | প্রতিষ্ঠাকাল: ১৯৯৭
“যে জ্ঞান মানুষকে আলোকিত করে, সেই জ্ঞানের পথপ্রদর্শক ছিলেন তিনি।”
১৯৯৭ সালে, শিক্ষার আলো তখনো এই অঞ্চলে পূর্ণভাবে পৌঁছায়নি। ঠিক সেই সময়ে, এক নিঃশব্দ কিন্তু সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছিলেন এক স্বপ্নদ্রষ্টা মানুষ—মোজাম্মেল হক মোজাম্মেল খাঁন (রহিমাহুল্লাহ)। তিনি দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়, যার উদ্দেশ্য ছিল কেবল পাঠদান নয়—একটি শিক্ষিত, নৈতিক এবং মানবিক প্রজন্ম গড়ে তোলা।
মোজাম্মেল হক খাঁন (রহিমাহুল্লাহ) ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, সমাজসচেতন ব্যক্তি এবং একজন দূরদর্শী শিক্ষানুরাগী। তিনি বিশ্বাস করতেন—“শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান একটি অঞ্চলের অগ্রগতির ভিত্তি।”
তাঁর দূরদর্শিতা, আত্মত্যাগ এবং মানবিক নেতৃত্বের ফলেই আজ এই প্রতিষ্ঠান একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাঙ্গন হিসেবে গড়ে উঠেছে। তাঁর গড়ে দেওয়া আদর্শ ও মূল্যবোধ এখনও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের সর্বস্তরে প্রেরণার উৎস হিসেবে কাজ করছে।
আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি রেখে গেছেন এমন একটি প্রতিষ্ঠান, যা বছরের পর বছর ধরে আলোকবর্তিকা হয়ে শিক্ষার্থীদের পথ দেখিয়ে চলেছে। আমরা তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তন করবো।)
⸻
দোয়া:
اللهم اغفر له وارحمه، واجعل قبره روضة من رياض الجنة. آمين.
(হে আল্লাহ, তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি রহম করুন এবং তাঁর কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন। আমিন।)
⸻
প্রকাশক:
মোঃ শরিয়ত উল্লাহ
প্রধান শিক্ষক
গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়
প্রকাশের তারিখ: ০৩ আগস্ট ২০২৫